Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ওয়ার্কশপ মিস্ত্রি নিহত

| প্রকাশের সময় : ৯ মে, ২০১৮, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে আমিনুল ইসলাম নামের এক ওয়ার্কশপ মিস্ত্রি নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার বরমী ইউনিয়নের ‘সরকার অটো রাইস মিলে’ বয়লারের কাজ করার সময় এ ঘটনা ঘটে। নিহত আমিনুল বরমী ইউনিয়নের বরমী মধ্যপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। নিহতের স্ত্রী বিলকিস বেগম জানান, সোমবার সন্ধ্যা থেকে তার স্বামী ওই মিলে কাজ করতে গেলে সারারাত কাজ শেষে ভোরবেলা বয়লার হিটারে কাজ করার সময় বিদ্যুতের তারের সাথে ঝুলে থাকে। স্থানীয় লোকজনের সহযোগীতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শ্রীপুর থানার এস.আই মফিজুর রহমান মল্লিক জানান, মৃত্যুর বিষয়ে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ