Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পল্লী বিদ্যুতে হস্তান্তর প্রক্রিয়ার প্রতিবাদে পটিয়ায় পিডিবির গ্রাহক সমিতির মানববন্ধন

| প্রকাশের সময় : ৯ মে, ২০১৮, ১২:০০ এএম

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : পিডিবিকে পল্লী বিদ্যুতে হস্তান্তর প্রক্রিয়ার প্রতিবাদে গতকাল (মঙ্গলবার) পটিয়া পিডিবির গ্রাহক সমিতির এক মানববন্ধন কর্মসূচী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের থানার মোড়ে অনুষ্ঠিত হয়। গ্রাহক সমিতির সভাপতি আইয়ুব বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বি এম জসিমের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন গ্রাহক সমিতির সহ-সভাপতি ফরিদ আহমদ, গ্রাহক সমিতির সদস্য ইউনুছ মেম্বার, আবদুল মাবুদ, পটিয়া বিদ্যুৎ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান বাবু, বিদ্যুৎ শ্রমিক লীগ নেতা ইউসুফ নবী টিপু, সদস্য আহাদুজ্জামান খোকন, হাইদগাঁও ইউপি সদস্য শহিদুল ইসলাম জুলু, ইউপি সদস্য জসিম উদ্দিন, ইউপি সদস্য নুরুল হক ও ইউপি সদস্য আবদুল গফুর, মহিলা ইউপি সদস্য তছলিমা আকতার, পটিয়া শাপলা কুঁড়ি আসরের সাধারণ সম্পাদক মোঃ আরফাত। সাধারণ সম্পাদক বি এম জসিম তার বক্তব্যে বলেন, পিডিবি পল্লী বিদ্যুতের ভৌগলিক সীমানা নির্ধারণ করার পরও ভৌগলিক সীমানায় বিদ্যুৎ বিতরণে ব্যর্থ হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে পিডিবিকে পল্লী বিদ্যুতে হস্তান্তর প্রক্রিয়া একটি কুচক্রী মহলের ষড়যন্ত্র। তা কোনদিনও বাস্তবায়ন হতে দেয়া হবে না। প্রয়োজনে বৃহত্তর কর্মসূচী দেয়া হবে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ