Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চায়ের দোকানি নয়নের সাফল্য

| প্রকাশের সময় : ৯ মে, ২০১৮, ১২:০০ এএম

শৈলকুপা (ঝিনাইদহ) থেকে শিহাব মল্লিক : শৈলকুপা উপজেলা শহরের প্রাণকেন্দ্র সহকারী কমিশনার (ভূমি অফিস) এর কার্যালয়, অফিসের দেয়াল ঘেঁষে হালকা পাতলা গড়নের চায়ের দোকানী জিহাদ শেখ নয়ন শৈলকুপা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র। বেশিরভাগ চা পানকারীগণ তাকে সাধারন দোকানী হিসেবেই জানতো। শৈলকুপার ক্রিকেট ফুটবল মাঠেও নয়নের বিচরণ অসাধারণ, তার নেতৃত্বেই পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রিকেট দল জেলা চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ে রানার্সআপ হয়েছে। এ বছর জিপিএ-৫ অর্জন করে সবাইকে তাক লাগিয়ে দেয়। এখন তার চিন্তা কিভাবে কলেজে ভর্তি হবে, লেখাপড়ার খরচ, মায়ের ইচ্ছা পূরন হবে কি? ইত্যাদি ভাবতে ভাবতেই দেদারছে দিরভর চা বিক্রি করে যাচ্ছে। ৫ শতক জমির মালিক মালিপাড়া গ্রামের হত দরিদ্র তার বাবা সাহেব আলীর সাথে কথা বলে জানা যায়, ছেলেটি ছোটবেলা থেকেই লেখাপড়া ও খেলাধুলার প্রতি বিস্তর আগ্রহ কিন্তুু অর্থাভাবে ছেলের আশা পূরন করতে পারেন নাই। তাছাড়াও নয়নের মা সাহিরা খাতুন বিভিন্ন কাজকর্ম করে ছেলে বড় করার স্বপ্ন দেখেছিলেন তিনি মারা যাওয়ার পর থেকেই তার ছেলে স্থানীয় বিভিন্ন টিমের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে নিজ খরচে লেখাপড়া চালিয়ে যাচ্ছে। নয়ন ভোকেশনাল বিভাগের জেনারেল মেকানিক্স গ্রæপের ছাত্র, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম জানান, সবার দোয়া ও সহযোগিতা থাকলে নয়নের ভবিষ্যত উজ্জ্বল হবে। বিদ্যালয় পরিচালনা পরিষদের নিকট তার লেখাপড়ার বিষয়ে তুলে ধরা হবে। নয়নের মুখে হাসির ছাপ থাকলেও লেখাপড়ার ভবিষ্যৎ নিয়ে সে বেশ শঙ্কিত। সমাজের বিত্তবানদের নিকট নয়নের মায়ের ইচ্ছার প্রতিফলন ঘটাতে সবার নিকট দোয়া প্রার্থী। নয়নের ব্যক্তিগত ০১৯৫০৩৭৭৪২০ নম্বরে কথা বলে জানা যায়, তার মায়ের ইচ্ছা পূরণ ও কঠোর পরিশ্রমই আজ লেখাপড়া জীবনের প্রথম সফলতার দ্বার খুলে দিয়েছে, লেখাপড়া চালাতে শুধু চা বিক্রি নয় সম্মানজনক যে কোন কায়িক পরিশ্রম করতে বিন্দুমাত্র দিধা নেই শৈলকুপার জিহাদ শেখ নয়নের মাঝে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ