Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

নারীসহ ভুয়া এনএসআই কর্মকর্তা আটক, টাকা জব্দ

প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

মোরেলগঞ্জ উপজেলা সংবাদদাতা : বাগেরহাটের মোরেলগঞ্জে নারীসহ এক ভুয়া এনএসআই কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। রোববার বিকেল ৩টায় তেতুলবাড়িয়া বাজার থেকে এদেরকে আটক করে পুলিশ। এরা হচ্ছেন, শরণখোলা উপজেলার কালিবাড়ি গ্রামের তোতাম্বর আলীর ছেলে সোহাগ মোল্লা ওরফে রাহুল(৩৪) ও মংলার সেলিম হাওলাদারের মেয়ে জান্নাতি ইসলাম সুখী (১৯)। এ সময় ওই প্রতারক চক্রের নিকট থেকে ৩হাজার টাকাসহ বেশ কিছু মালামাল জব্দ করা হয়েছে।
জানা গেছে, সোহাগ মোল্লা আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের কাছে নিজেকে এনএসআই’র কর্মকর্তা পরিচয় দিয়ে তাদের পক্ষে রিপোর্ট দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেয়। বিষয়টি এক পর্যায়ে একটি আইন প্রয়োগকারী সংস্থার গোচরে আসলে তারা নজরদারি করে আজ হাতেনাতে ধরে ফেলে। ঘটনার সময় ওই কর্মকর্তা পরিচয়দানকারী প্রতারক সোহাগ বারইখালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এইচ.এম মুরাদ হোসেনের নিকট থেকে নগদ টাকা গ্রহণ করছিলেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুল আলম বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে প্রতারক সোহাগ এক পর্যায়ে নিজেকে হিউম্যান রাইটস প্রটেকশন ফাউন্ডেশনের কেন্দ্রীয় সমন্বয়কারী হিসেবে পরিচয় দেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
সোহাগ ও তার এই নারী সহকর্মী নিশানবাড়িয়া ইউনিয়নের আব্দুর রহিম বাচ্চু, জিউধরা ইউনিয়নের জাহাঙ্গীর আলম বাদশা, বহরবুনিয়া ইউনিয়নের ফজলুর রহমান হাওলাদারসহ অনেক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর নিকট থেকে হাজার টাকা হাতিয়ে নিয়েছে। দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই প্রার্থীদের বিষয়ে ভাল রিপোর্ট দেওয়ার কথা বলে টাকা নিয়েছে বলে ভুক্তভোগীরা জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ