বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী ব্যুরো : বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে গতকাল সমাবেশ করেছে রাজশাহী মহানগর ও জেলা ব্এিনপি। সকালে নগর বিএনপি মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় সমাবেশ করে। নগর সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন নগর সেক্রেটারী শফিকুল হক মিলনসহ বিএনপি ও অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবৈধ সরকার মিথ্যে মামলায় কারাগারে আটক রেখেছে। তাকে চিকিৎসা না দিয়ে আরো অসুস্থ করে তোলা হচ্ছে। প্রধানমন্ত্রী তার ব্যাক্তিগত আক্রোশ ও ক্ষোভ মেটাতে নির্জন কারাগারে বন্দি রেখেছে। বেগম জিয়ার কিছু হলে এর দায় দায়িত্ব সরকারকেই নিতে হবে। বিএনপি নেতাকর্মীদের এখন একটাই কাজ এ অবৈধ সরকারের পতন ঘটিয়ে কারাগার থেকে বেগম জিয়াকে মুক্ত করা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।