Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় হাইব্রিড শক্তি-২ ধানের বাম্পার ফলন

| প্রকাশের সময় : ৮ মে, ২০১৮, ১২:০০ এএম


সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার : সাতক্ষীরায় হাইব্রিড শক্তি-২ ধানের বাম্পার ফলন হয়েছে। ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচি থেকে প্রশিক্ষণ নিয়ে আদর্শ বীজতলা, অল্প বয়সী চারা রোপন, লোগো পদ্ধতিতে ধান রোপন, পাখি বসার জন্য পাচিং করাসহ আধুনিক পদ্ধতি ব্যবহার করায় একরে ৯৬ মণ ধান পেয়েছে কৃষক। ফলন ভাল হওয়া দিনে দিনে এ জাতের ধানের চাষ বাড়ছে সাতক্ষীরায়। সাতক্ষীরা সদর উপজেলার বাঁশঘাটায় হাইব্রিড শক্তি-২ ধানের ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার আমজাদ হোসনে, উপ-সহকারী কৃষি অফিসার মো. হাসানুজ্জামান, ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মো. আল মামুন হাওলাদার, সেক্টর স্পেশালিস্ট (ফিশারিজ) মোহিফুল কবির সায়মন ও উপজেলা ব্যবস্থাপক মিতালী আক্তার। মাঠ দিবসে কৃষক আবুল হোসেন বলেন, ব্র্যাক থেকে প্রশিক্ষণ নিয়ে আদর্শ বীজতলা তৈরি, অল্প বয়সী চারা রোপন, ১২ লাইন পর পর এক লাইন ফাঁকা রাখা, পাখি বসার জন্য পাচিং করাসহ আধুনিক পদ্ধতিতে হাইব্রিড শক্তি-২ ধান চাষাবাদের ফলে একর প্রতি ৯৬ মন ধান পেয়েছি। এসব পদ্ধতি ব্যবহার করায় ফসলে রোগ বালায় ও কম হয়। ফলন ভাল হওয়ায় এ অঞ্চলের কৃষকরা শক্তি-২ জাতের ধানের চাষ করছে। এছাড়া মাঠ দিবসে প্রতিবেশী ৩০জন কৃষক-কৃষাণীকে আধুনিক প্রযুক্তির উপর প্রশিক্ষণ দেওয়া হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ