Inqilab Logo

মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪, ২৫ আষাঢ় ১৪৩১, ০২ মুহাররম ১৪৪৬ হিজরী

নিয়োগে অনিয়ম আরডিএ;র সাবেক তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা

| প্রকাশের সময় : ৮ মে, ২০১৮, ১২:০০ এএম


রাজশাহী ব্যুরো : নিয়োগ দুর্নীতির মামলায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) সাবেক চেয়ারম্যান আবদুল মান্নানসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। অন্য দুই সাবেক কর্মকর্তা হলেন- প্রধান হিসাব কর্মকর্তা আবদুর রব জোয়ার্দার ও সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান।
গত রোববার বিকালে রাজশাহীর বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মোস্তাকিনুর রহমান এ আদেশ দেন। মামলার ধার্য তারিখে কোনো আসামি আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সূত্র জানায়, আসামিরা দায়িত্বে থাকাকালে শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে বিভিন্ন পদে আরডিএ’তে ১৬ জনকে নিয়োগ দেওয়া হয়। নিয়োগপ্রাপ্তদের অনেকের সরকারি চাকরির বয়সসীমা অতিক্রম করেছিল। শুধু দুর্নীতি করে তাদের নিয়োগ দেওয়া হয়েছিল। এ নিয়ে এ বছরের ১৪ জানুয়ারি আদালতে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইতিমধ্যে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ