Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জে ভারি বর্ষণ ও শিলাবৃষ্টি পাকা ধান ও বসতবাড়ির ব্যাপক ক্ষতি

| প্রকাশের সময় : ৮ মে, ২০১৮, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গত ২৪ ঘন্টায় ভারী বর্ষণ ও ব্যাপক শিলা বৃষ্টি হয়েছে। শিলা বৃষ্টির ফলে ঘরে চাল ছিদ্রসহ পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।
গত বোরবার থেকে সোমবার সকাল পর্যন্ত মুষুল ধারে ভারি বর্ষণ ও শিলা বৃষ্টি হয়। এতে সবজি ক্ষেত ও পাকা বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। পাট ক্ষেতের ডালপালা ভেঙ্গে গেছে শিলা বৃষ্টিতে। সবচেয়ে শিলা বৃষ্টি হয়েছে সর্বানন্দ ইউনিয়নে বেশি। ওই এলাকার অনেক পরিবারের বসত ঘরের টিনের চাল ছিদ্র হয়েছে। বন জঙ্গল ও বাঁশ ঝাড়ে আশ্রয় নেয়া বিভিন্ন প্রজাতির পাখি মারা গেছে। অনেকে বর্ষণের হাত থেকে রক্ষা পেতে শিলা বৃষ্টিতে ছিদ্র হওয়া টিনের চাল তড়িঘড়ি করে মেরামত করছেন। অনেক দুস্থ্য পরিবার অর্থাভাবে মেরামত করতে না পারায় তারা হতাশা গ্রস্থ্য হয়ে পড়েছেন। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া জানান, ক্ষতিগ্রস্থ এলাকার সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগণকে বিষয়টি ক্ষতিয়ে দেখে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ