রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সৈয়দপুর (নীলফামারী) থেকে নজির হোসেন নজু : নীলফামারীর সৈয়দপুরে রোববার রাত পর্যন্ত প্রশাসনের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার পরিমল কুমার সরকারের নেতৃত্বে র্যাব-১৩ নীলফামারীর এডিশনাল এসপি মোতাহার হোসেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব ইন্সপেক্টর মো: আল আমিনের সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে ১৪ জনকে মাদকসহ আটক করে। এদের মধ্যে ৫ জনকে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়। অপর ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। সাজাপ্রাপ্ত হলেন- শহরের গোলাহাটের ভলুর পুত্র সোহেল (২৪) একই এলাকার মো: তাহিরের পুত্র নাদিম (৩০), বাঁশবাড়ী এজাহার রোডের মো: মিন্টুর পুত্র মো: সিরাজ (২৪), সাহেবপাড়া হানিফ মোড়ের মো: জামালের পুত্র ইমরান (২৪), একই এলাকার মো: শামীমের পুত্র শাহজাহান (২৫), হাতিখানার মো: ইলিয়াসের পুত্র মো: আকবর (৩৫)। এদের প্রত্যেককে ১৫দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অপরদিকে বাঁশবাড়ী টালি মসজিদ এলাকার মো: ইসলামের পুত্র ইমরান (২৪) কে ১ মাস, বোতলাগাড়ী ইউনিয়নের শ^াষকান্দর এলাকার আ: আজিজের পুত্র সোবহান (৪২) কে ১০ দিন ও মৃত. শহর উল্লাহর পুত্র মাহতাব (৭০) কে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার বলেন, মাদকের বিরুদ্ধে এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গড়তে প্রধানমন্ত্রীর উদ্যোগকে সফল করতেই এ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।