Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুরে ১৪ জনের বিভিন্ন মেয়াদে সাজা

| প্রকাশের সময় : ৮ মে, ২০১৮, ১২:০০ এএম


সৈয়দপুর (নীলফামারী) থেকে নজির হোসেন নজু : নীলফামারীর সৈয়দপুরে রোববার রাত পর্যন্ত প্রশাসনের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার পরিমল কুমার সরকারের নেতৃত্বে র‌্যাব-১৩ নীলফামারীর এডিশনাল এসপি মোতাহার হোসেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব ইন্সপেক্টর মো: আল আমিনের সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে ১৪ জনকে মাদকসহ আটক করে। এদের মধ্যে ৫ জনকে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়। অপর ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। সাজাপ্রাপ্ত হলেন- শহরের গোলাহাটের ভলুর পুত্র সোহেল (২৪) একই এলাকার মো: তাহিরের পুত্র নাদিম (৩০), বাঁশবাড়ী এজাহার রোডের মো: মিন্টুর পুত্র মো: সিরাজ (২৪), সাহেবপাড়া হানিফ মোড়ের মো: জামালের পুত্র ইমরান (২৪), একই এলাকার মো: শামীমের পুত্র শাহজাহান (২৫), হাতিখানার মো: ইলিয়াসের পুত্র মো: আকবর (৩৫)। এদের প্রত্যেককে ১৫দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অপরদিকে বাঁশবাড়ী টালি মসজিদ এলাকার মো: ইসলামের পুত্র ইমরান (২৪) কে ১ মাস, বোতলাগাড়ী ইউনিয়নের শ^াষকান্দর এলাকার আ: আজিজের পুত্র সোবহান (৪২) কে ১০ দিন ও মৃত. শহর উল্লাহর পুত্র মাহতাব (৭০) কে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার বলেন, মাদকের বিরুদ্ধে এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গড়তে প্রধানমন্ত্রীর উদ্যোগকে সফল করতেই এ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ