রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফেনী জেলা সংবাদদাতা : ফেনী সদর উপজেলার খাইয়ারা আহম্মদিয়া রাইচ এন্ড ফ্লাওয়ার মিলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২ কোটি টাকার গম পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল সকালে মিলের মালিক নাছির আহম্মদ কোম্পানী মিলের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ মিলের ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখে চিৎকার দেয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে দেখতে পায় মিলের ভেতর আগুন জ্বলছে। অনেক্ষন চেষ্টার পর আগুন নিয়ন্ত্রন করা সম্ভব হচ্ছেনা তখন স্থানীয়রা ফেনী ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসদল সেখানে গিয়ে প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। এর আগে স্থানীয়রা কিছুটা সহযোগীতা করায় কিছু গমের বস্তা আগুন থেকে বাঁচানো সম্ভব হয়েছে আর বাকি সব পুড়ে গেছে। মিলের মালিক নাছির আহম্মদ কোম্পানী জানান, এটি ৮ বডি ময়দার মিল। এতে প্রায় ২ কোটি টাকার গম পুড়ে ছাই হয়েছে বলে তিনি জানান। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে তিনি ধারণা করছেন ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।