Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

ট্যারান্টিনোর ফিল্মে আবার কাজ করতে চান উমা থারম্যান

| প্রকাশের সময় : ৮ মে, ২০১৮, ১২:০০ এএম


অভিনেত্রী উমা থারম্যান জানিয়েছেন চলচ্চিত্র নির্মাতা কুয়েন্টিন ট্যারান্টিনোর সঙ্গে তার বিশেষ এক বন্ধন আছে এবং তিনি তার চলচ্চিত্রে আবার কাজ করতে চান।
এন্টারটেইনমেন্ট উইকলিকে দেয়া এক সাক্ষাতকারে থারম্যান জানান ট্যারান্টিনো তার জন্য যদি ভাল একটি চরিত্র লেখেন তিনি তার পরিচালনায় কাজ করতে আগ্রহী।
“আমি তাকে বুঝি, তিনি আমার জন্য ভাল চরিত্র লিখেছিলেন এবং আমরা দুজনই সেগুলোর ব্যাপারে একমত ছিলাম,” তিনি বলেন।
এই মন্তব্য করার মাত্র তিন মাস আগেই থারম্যান বলেছিলেন ‘কিল বিল’ চলচ্চিত্রগুলো নির্মাণের সময় ট্যারান্টিনো তাকে ক্ষতির পথে ঠেলে দিয়েছিলেন।
নিউ ইয়র্ক টাইমসকে দেয়া সেই সময়ের সাক্ষাতকারে থারম্যান বলেছিলেন, তিনি ট্যারান্টিনোকে জানিয়েছিলেন ভিন্টেজ গাড়ি চালানোয় তিনি অভ্যস্ত নন, কাজটি স্টান্ট ড্রাইভারকে দিয়ে করালেই ভাল। কিন্তু ট্যারান্টিনো তাকে আশ্বস্ত করেছিলেন। শেষে শুটিংয়ে দুর্ঘটনা ঘটে যায়। তার গাড়ি গাছে ধাক্কা লাগে এবং তিনি মারাত্মক আহত হন।
‘কিল বিল’ দুটি পর্ব ছাড়া থারম্যান ট্যারান্টিনোর ‘পাল্প ফিকশন’ চলচ্চিত্রে অভিনয় করেছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ