Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাজ্যে স্থানীয় সরকার নির্বাচনে সিলেটিদের দাপুটে জয়

লন্ডন-সিলেটে আনন্দর বন্যা

| প্রকাশের সময় : ৭ মে, ২০১৮, ১২:০০ এএম

ফয়সাল আমীন, সিলেট থেকে : যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে কাউন্সিলর পদে আশাতিত বিজয় পেয়েছেন অনেক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা। নির্বাচিতদের মধ্যে এবারও রয়েছে সিলেটী প্রার্থীদের দাপুটে বিজয়। যেকারনে লন্ডন সিলেটে বইছে আনন্দের বন্যা। ব্রিটেনেরকেমডেন কাউন্সিল স্থানীয় নির্বাচনে ওয়েস্ট হ্যাম্পস্টেড এলাকাথেকে কাউন্সিলর নির্বাচিত হয়ে চমকদেখিয়েছেন সিলেট সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদের সহধর্মিণী পুষ্টিবীদ নাজমা রহমান। তিনি ব্রিটেনেরলেবার পার্টিথেকে প্রতিদ¦ন্ধিতা করে ১ হাজার ৩৯০ভোটপেয়ে কাউন্সিলর নির্বাচিত হন। লন্ডনের মার্সি সাইড এলাকাথেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেনলেবার পার্টি থেকে প্রতিদ¦ন্ধিতাকারী আরেকজন সিলেট দক্ষিণ সুরমা এলাকার বরইকান্দি গ্রামের মেয়ে মানসিয়া উদ্দিন। তিনি লেবার পার্টি থেকে প্রতিদ¦ন্ধিতা করে ১ হাজার ১’শ ২৬ ভোটপেয়ে কাউন্সিলর নির্বাচিত হন। নির্বাচনে শেডওয়েল এলাকা থেকে কাউন্সিলর নির্বাচিত হয়ে চমক দেখিয়েছেন সিলেট সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামের রুহুল আমিন। নির্বাচনে তিনি লেবার পার্টি থেকে প্রতিদ¦ন্ধিতা করে ১ হাজার দুইশত ৭০ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হন। লন্ডন পপলার এলাকায় লেবার পাটিথেকে নির্বাচন করে কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার সুফিয়া আলম তানিয়া। তিনি যুক্তরাজ্য যুবলীগ নেতা রাজা মিয়ার ভাগ্নি ও ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজনপুর গ্রামের আলমগীর হোসেনের কন্যা। লন্ডনের টাওয়ার হ্যামলেটসের বেথনালগ্রীণ ওয়ার্ড থেকে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার প্রভাকরপুর গ্রামের কৃতিসন্তান আহবাব হোসেন। প্রভাকরপুর গ্রামের আরেক কৃতিসন্তান বাংলাদেশে সাবেক বৃটিশ হাইকমিশনার ও বর্তমানে বৃটিশ শাসিত কেইম্যান আইল্যান্ডের গভনর আনোয়ার চৌধুরীর পর তিনিই ওই গ্রামের অধিবাসী হিসেবে ব্রিটেনের নির্বাচনে চমক দেখালেন। নির্বাচনে ইনফিল্ড সিটির কাউন্সিলর নির্বাচিত হয়ে চমক দেখিয়েছেন মৌলভীবাজারের রাজনগর উপজেলার মাহতাব উদ্দিন। তিনি এডমন্ড ওয়ার্ডে বিপুল ভোট পেয়ে নির্বাচিত হন। তিনি লেবার পার্টিথেকে ওই ওয়ার্ডে প্রতিদ্বন্ধিতা করেন। পুনরায় লন্ডনের টাওয়ার হ্যামলেটের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন কুলাউড়ার কৃতি সন্তান সাবিনা আক্তার। এর আগে তিনি টাওয়ার হ্যামলেটের স্পিকারের দায়িত্ব পালন করেন। সাবিনা আক্তার মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের উছমানপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ফারুক আলীর মেয়ে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের ইংল্যান্ডে ১৫০টি কাউন্সিলে নির্বাচন অনুষ্ঠিত হয়। টাওয়ার হ্যামলেটসে ২৬ জন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন। পার্শ্ববর্তী নিউহ্যাম কাউন্সিলে ১০ জন,রেডব্রিজ কাউন্সিলে ৮ জন এবং বাকিং অ্যান্ডডেগেনহাম কাউন্সিলে ৬ জন বাঙালি প্রার্থী বিজয়ী হয়েছেন। এ ছাড়া লন্ডনেরকেমডেন কাউন্সিলে ৪ জন এবং দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের শহর সুইনডনে ২ জন বাঙালি প্রার্থী বিজয়ী হয়েছেন। লন্ডনেরব্রেন্ট, ক্রয়ডন, হ্যাকনিসহ বিভিন্ন কাউন্সিলে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীর বিজয়ে সুখ আনন্দ বইছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ