Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

বৃষ্টিতে সৈয়দপুরে ছাতা বিক্রি বেড়েছে

| প্রকাশের সময় : ৭ মে, ২০১৮, ১২:০০ এএম

সৈয়দপুর (নীলফামারী) থেকে নজির হোসেন নজু : বর্ষা এসেছে। তাই সৈয়দপুর উপজেলার হাটবাজারে ছাতার ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। সেই সাথে ব্যস্ত হয়ে উঠেছে তৈরি ও মেরামতের কারিগররা। পুরাতন ভাঙ্গাচোরা ছাতা যা এতদিন ঘরের কোণে অযতেœ-অবহেলায় পড়েছিল সেগুলো নিয়ে মানুষ ছুটছে হাট-বাজারে অবস্থানকারী ছাতা কারিগরদের কাছে। মুলত: এসব কারিগরদের নিজস্ব কোন দোকান নেই। তারা ছাতার দোকানীদের দোকানের একপাশে নতুবা রাস্তার কিনারে খোলা আকাশের নিচে বসে দক্ষ হাতে নিপুণভাবে ছাতা মেরামতের কাজ করে চলেছে। এ বছর প্রতিটি ছাতার দাম ২০ থেকে ৪০ টাকা হারে বেড়েছে। একই সাথে পালা দিয়ে ছাতা তৈরি ও মেরামতের কারিগররা তাদের মজুরী বাড়িয়ে দিয়েছে। এ বিষয়ে ব্যবসায়ীদের বক্তব্য, ছাতার কাপড়সহ খুচরা যন্ত্রাংশের দাম বেড়ে যাওয়ায় ছাতা মূল্যবৃদ্ধির কারণ। তবে আর যাই হোক, আসন্ন বর্ষায় মানুষের নিত্যদিনের সঙ্গী ছাতার যেমন কদর বেড়েছে, তেমনি ছাতা ব্যবসায়ী ও কারিগরদের মৌসুমী আয় করছেন বেশ ভালভাবে। এদিকে দোকানদাররা নানা রং-বেরঙের ছাতা দোকানে সাজিয়ে রেখেছেন। ছোট শিশুদের স্কুল যাওয়ার ছাতা তেকে শুরু করে মাঝারি, বড়, ফোল্ডিং ছাতা মজুদ করে রেখেছে বলে সংশিষ্ট সূত্র জানিয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ