রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, জঙ্গি সন্ত্রাসীরা ইসলাম ও মানবতার শত্রæ। মাদ্রাসার ছাত্র-শিক্ষক সর্বকালেই সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত গঠনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তিনি শনিবার বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলার ‘ভ‚রকি হাবিবিয়া লতিফিয়া দাখিল মাদ্রাসা’র উদ্যোগে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী
মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা আবদুল মতিনের সভাপতিত্বে ও লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ছয়ফুল আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমির আলী চেয়ারম্যান, সদস্য আফরোজ বক্ত খোকন, লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রইছ আলীসহ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।