বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাকরীর দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেইন গেট অবরোধ করেছে চাকরী প্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতারা। রোববার বেলা ২ টায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেট আটকিয়ে গাড়ি বন্ধ করে দেয় তারা। পরে প্রশাসনের সাথে সমঝোতার আশ্বাসে আধা ঘন্টা পর গেট খুলে দেয় তারা ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার সকাল থেকেই ক্যাম্পাসে বহিরাগত চাকরী প্রত্যাশীদের আনাগোনা দেখা যায়। আগামী মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগে শিক্ষক নিয়োগ বোর্ড শুরু হবে। চাকরী প্রত্যাশীরা শিক্ষক হতে না চাইলেও দীর্ঘ দিন ধরে কর্মকর্তা-কর্মচারী পদে চাকরী চেয়ে আসছে। একই দাবিতে তারা বেলা সাড়ে বারোটার দিকে ছাত্রলীগের দলীয় টেন্টে অবস্থান নেয়। দুপুর দেড়টার দিকে তারা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম সহ ভিসির সাথে চাকরীর দাবিতে দেখা করতে যায়। সেখানে ভিসির কথায় আশ্বস্ত না হয়ে ছাত্রলীগের সাবেক নেতা আনিছুজ্জামান লিটন, শিমুল, কাশেম, খায়ের, রানু, মাহবুব, টিটুসহ ৩০/৩৫ জন মেইন গেট অবরোধ করে দুপুরের গাড়ি বন্ধ করে দেয়। তাদের সাথে ছাত্রলীগ সভাপতির কর্মী রিজভি, সজল, মোস্তফা, নওশাদ, নুর আলমসহ অর্ধশতাধিক কর্মী তাদের সাথে অংশ নেয়। তারা চাকরীর দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। প্রায় ৩০ মিনিট বন্ধ রাখার পর প্রক্টরিয়াল বডির হস্তক্ষেপ এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদকের আশ্বাসে তারা গেট খুলে দেয়। বিকেলে ভিসির সাথে সমঝোতা মিটিং হবে বললে তারা গেট ছেড়ে দেয়। তবে মিটিংয়ে সঠিক সুরাহা না হলে তারা আবারো অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের ঘোষণা দেয়।
এব্যাপারে প্রক্টর ড. মাহবুবর রহমান সাংবাদিকদের বলেন, ‘গেট আটকানো হয়েছে শুনে প্রক্টরিয়াল বডিসহ সেখানে যাই। ক্যাম্পাস শান্ত রাখতে যে পদক্ষেপ নেয়া দরকার সেই মাধ্যমে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।