পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এদেশের ‘কুচক্রী’ দল জামায়াত-বিএনপি। এরা বাংলাদেশকে বিশ্বাস করে না। তাই তাদের এদেশে থাকার অধিকার নেই।
রোববার দুপুরে ঢাকা থেকে পাবনা যাবার পথে চাটমোহরে স্থানীয় আ’লীগ আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
পাবনার চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে তিনি পাবনা যাচ্ছিলেন। তিনি বলেন, চাটমোহর রেলওয়ে স্টেশনের উন্নয়ন প্রসঙ্গে রেলমন্ত্রীর সাথে কথা বলব। এছাড়া রেল স্টেশনে আরো ট্রেনের যাত্রা বিরতি, আসন সংখ্যা বৃদ্ধি, অপর পাশে আরেকটি প্লাটফর্মসহ ওভার ব্রিজ নির্মানের ব্যাপারেও তিনি স্থানীয় নেতা কর্মীদের আশ্বস্ত করেন।
মূলগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুলের সভাপতিত্বে উক্ত পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু ও পাবনা-৩ এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেন। এসময় আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, চাটমোহর উপজেলা আ’লীগ সভাপতি এ্যাড. সাখাওয়াত হোসেন সহ জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।