Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ছুরিকাঘাতে বাবাকে হত্যা!

গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ মে, ২০১৮, ১১:০৬ এএম

বগুড়ার গাবতলী উপজেলার পেরীরহাট পূর্বপাড়ায় ছাত্রীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় তার বাবা ছায়েদ আলীকে (৪০) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার রাতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ রনি আহম্মেদ (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে।

জানা যায়, উপজেলার মহিষাবান ইউনিয়নের পেরীরহাট পুর্বপাড়া গ্রামের মৃত মদন আলীর ছেলে ছায়েদ আলী ব্যবসা করতেন। তার মেয়ে স্থানীয় একটি মাদরাসার দশম শ্রেণির ছাত্রী। তাকে পার্শ্ববর্তী শাজাহানপুরের নিশ্চিন্তপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে কলেজছাত্র রনি উত্যক্ত করে আসছিল। রনি সম্প্রতি তাকে বিয়ের প্রস্তাব দিলে ছায়েদ আলী তা প্রত্যাখ্যান করেন। এতে রনি ক্ষুব্ধ হয়ে ছায়েদ আলীর ওপর হামলা ও ছুরিকাঘাত করে রনি ও সহয়োগীরা।

গাবতলী মডেল থানার ওসি খায়রুল বাসার জানিয়েছেন, বিয়েতে রাজি না হওয়ায় মেয়ের বাবাকে ছুরিকাঘাতে হত্যা করে রনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ