Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

দেশের উন্নতির সাথে সাথে শিক্ষার মান উন্নত করতে হবে -বিদ্যুৎ প্রতিমন্ত্রী

| প্রকাশের সময় : ৬ মে, ২০১৮, ১২:২৩ এএম

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : বিদ্যুৎ, জ্বালনি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, আমরা আজ উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছি। সর্বদিক দিয়েই দেশ এখন এগিয়ে যাচ্ছে। তাই দেশের উন্নতির সাথে সাথে আমাদের শিক্ষার গুনগত মান আরো উন্নত করতে হবে। এসব কাজে শিক্ষক সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে এগিয়ে আসতে হবে। মানুষের চারিত্রিক অবস্থা সহজে পরিবর্তন করা যায় না। কিন্তু শিক্ষকরাই পারে এই অবস্থার পরিবর্তন করতে। শিক্ষার কোন বিকল্প নেই। তিনি গতকাল শনিবার দুপুরে কেরানীগঞ্জ গ্র্যাজুয়েট সোসাইটির উদ্যোগে আয়োজিত জিনজিরা পীর মোহাম্মদ স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে এডুকেটঁর ডেভেলপমেন্ট ওয়ার্কশপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, কেরানীগঞ্জে প্রতিটি স্কুলকে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমি দেখতে চাই। শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার পাশাপাশি তাদেরকে নৈতিকতার শিক্ষাও দিতে হবে। দেশের জন্য স্বপ্ন দেখা ভালো। স্বপ্ন না দেখলে দেশকে এগিয়ে নেয়া যাবে না। আমি যদি ৫০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের স্বপ্ন না দেখি তাহলে কিভাবে আমি ৩০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবো। কেরানীগঞ্জ গ্র্যাজুয়েট সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ম,ই মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ব বিদ্যালযের ভিসি প্রফেসর ড. মো. মিজানুর রহমান, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, এফবিসিআইসির সভাপতি মো. মহিউদ্দিন, যুগ্ন সচিব আলী হোসেন, জেলা জজ আব্দুল হান্নান, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহে এলিদ মাইনুল আমিন, জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু, ও সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবুল হোসেন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ