বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানের কথা শুনে তাড়াহুড়া করে দৌড়ে পালানোর সময় এক হকার মাথা ঘুরে পড়ে মারা গেছেন। তাঁর নাম মোহাম্মদ শাহ জামাল (৬৫)। তিনি বঙ্গবন্ধু স্টেডিয়ামের তিন নম্বর গেটের সামনে শরবত বিক্রি করতেন। জামালের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার শিকারিকান্দি গ্রামে। জামালের আত্মীয় ময়নাল বলেন, গুলিস্তান এলাকায় গতকাল শনিবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অবৈধ স্থাপনা উচ্ছেদে নামে। এ সময় পুলিশ হকারদের সরে যেতে তাড়া দেয়। তাড়াহুড়ো করে পালাতে গিয়ে জামাল মাথাঘুরে পড়ে যান। সেখান থেকে পুলিশ তাঁকে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া জামালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহামুদুল হক বলেন, শাহ জামাল নামের ওই হকার সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা অভিযানের সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়ে মারা গেছে। তাঁর মৃত্যুর বিষয়ে কেউ এখনো অভিযোগ করেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।