Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদরাসা শিক্ষার উন্নয়নে সরকারের ভ‚মিকা প্রশংসনীয়

কক্সবাজার ঈদগাঁতে পুরস্কার বিতরণ সভায় ডঃ আবু রেজা নদভী এমপি

| প্রকাশের সময় : ৬ মে, ২০১৮, ১২:০০ এএম


কক্সবাজার ব্যুরো : বর্তমান সরকার শিক্ষা খাতে ব্যাপক কাজ করে যাচ্ছে। বিশেষ করে মাদরাসা শিক্ষার উন্নয়নে আওয়ামী লীগ সরকার অগ্রণী ভ‚মিকা পালন করছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও অবহেলিত জনপদে শিক্ষা বিস্তারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-নজর রয়েছে বলে জানান, য. আবু রেজা নদবী এমপি। গতকাল কক্সবাজার সদরের ইসলামাবাদ ইউনিয়নের দারুস সালাম একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোজাহের আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক ও দাতা সংস্থা আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের কর্মকর্তা মোহাম্মদ ওয়ায়েস, খুটাখালী তমিজিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ওমর হামজা, কক্সবাজার সদর উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন জয়, ইসলামাবাদ ইউনিয়নের সদস্য আবু বক্কর ছিদ্দিক, সাংবাদিক তৈয়ব জালাল, মাষ্টার আব্দুল করিম, শিক্ষক নুরুল হুদা প্রমুখ। অনুষ্ঠানে ১১ জন হাফেজে কুরআনকে পাগড়ী পরিয়ে দেন খুটাখালী তমিজিয়া ফাজিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা আব্দু ছমদ এবং বিশিষ্ঠ আলেমে দ্বীন হাফেজ জাবের।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ