Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হোপ

| প্রকাশের সময় : ৬ মে, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: জার্মানে অধ্যয়নরত বাংলাদেশী ছাত্র আশরাফ হোসেন অর্ণব। পড়াশোনার পাশাপাশি সিনেমা বানানোর প্রতি তার প্রবল আগ্রহ। গত বছর অর্ণব ও তার জার্মান পরিচালক বন্ধু অলিভার রিডমান মিলে শর্ট ফিল্ম ‘হোপ’ নির্মাণ করে। শর্ট ফিল্মটি এ বছর ৬৪ তম আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ওবারহাউসেন-এর উন্মুক্ত স্ক্রীনিং বিভাগে আজ প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। ওবারহাউসেন আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব সারাবিশ্বে খুবই মর্যাদাপূর্ণ একটি শর্ট ফিল্ম ফেস্টিভাল হিসেবে স্বীকৃত। হোপ-এ জার্মানিতে বসবাসরত একজন সিরীয় শরণার্থীর সংকটপূর্ণ মানসিক অবস্থা এবং কিভাবে তা পরিবর্তন সম্ভব এ বিষয়টি তুলে ধরা হয়েছে। এর গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আশরাফ হোসেন অর্ণব ও অলিভার রিডমান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ