রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : পুলিশের হাত থেকে হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে যাওয়া খুনী, সন্ত্রাসী মাহাবুব এক মাসেও ধরা পড়েনি। সে সাথে পুলিশের হ্যান্ডকাপটিও উদ্ধার করা যায়নি। গত ৩১ মার্চ সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের এস.আই. বাসুদেব সঙ্গীয় কয়েকজন কনস্টেবল নিয়ে উপজেলা খরনা গ্রামের টিলা ভূমি এলাকায় সন্ত্রাসী মাহাবুবকে ধরতে গেলে তার অনুসারী লোকজন পুলিশকে হামলা চালিয়ে মাহাবুবকে কেড়ে নেয়। মাহাবুব স্থানীয় খরনা টিলা পাহাড় এলাকার এয়াকুব আলীর পুত্র। মাহাবুব দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকান্ড সহ খুনের ঘটনায় জড়িত। সে মাদক ও সন্ত্রাসী মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। জানা যায়, ঘটনার দিন মাহাবুবের উপস্থিতির খবর পেয়ে পটিয়া থানা পুলিশের এস.আই. বাসুদেব একদল পুলিশ নিয়ে সাদা পোশাকে মাহাবুবকে তার খরনা টিলা পাহাড় বসত বাড়ীতে আটক করতে যায়। এসময় তাকে দেখা মাত্র পুলিশ আটক করে তার হাতে হ্যান্ডকাপ পড়িয়ে দেয়। এতে স্থানীয় কতিপয় লোকজন ও তার অনুসারীরা ডাকাত ডাকাত চিৎকার করলে তার অনুসারী ও স্থানীয় লোকেরা পুলিশকে মারধর করে মাহাবুবকে কেড়ে নেয়। পরে থানায় খবর দিলে পোশাক পরিহিত একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুলিশকে উদ্ধার করে ও ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে। মাহাবুবের ঘরে তল্লাশী চালিয়ে একটি এল.জি. উদ্ধার করে। এঘটনায় এস.আই. বাসুদেব বাদী হয়ে পুলিশকে আহত করার দায়ে একটি মামলা ও একটি অস্ত্র মামলা দায়ের করা হয়। এই মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই. সাজ্জাদ হোসেন বলে বাসুদেব জানায়। দীর্ঘ ১ মাস পার হলেও আসামী ধরা না পড়ার বিষয়ে বাসুদেব থেকে জানতে চাইলে তিনি বলেন আসামী মাহাবুব এলাকা ছেড়ে পালিয়েছে। তাকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।