Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পার্বতীপুরে অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

| প্রকাশের সময় : ৬ মে, ২০১৮, ১২:০০ এএম


পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : দিনাজপুরের পার্বতীপুরের ঢাকুলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় ঢাকুলা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান এমপি।পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের ঢাকুলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বুধবার সকাল ১০টায় অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করা হয় বিদ্যালয় প্রাঙ্গনে। হাবড়া ইউনিয়নের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মো: আনিসুজ্জামান সরকার (আনিস) এর সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক ও শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মো: আমিনুল হক সরকার, পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: রেজাউল করিম, উপজেলা নির্বাহী অফিসার মো: রেহানুল হক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জিল্লুর রহমান প্রামাণিক, প্রভাষক আনোয়ার হোসেন, প্রভাষক মো: রেজাউল আলম প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ