রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পিরোজপুর জেলা সংবাদদাতা : ইন্দুরকানীতে কাজের মেয়েকে চুরির অভিযোগ দেওয়ায় বিষপনে আত্মহত্যার চেষ্টা করছে। শনিবার সকালে যুতিকা মিস্ত্রী বাড়ীতে বসে বিষপানে করেন। বিষপান করলে তখন স্বজনরা পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। বিষে আশক্ত হয়ে সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার স্বজনরা জানান, উপজেলার চাড়াখালী গ্রামের বিভেক মিস্ত্রীর স্ত্রী যুতিকা মিস্ত্রী দির্ঘ ১বছর যাবৎ ইন্দুরকানী উপজেলার আবাসিক কোয়াটারে অঞ্জন রায়ের বাসায় কাজের মেয়ে হিসাবে কাজ করে আসছেন অঞ্জন এর বাসায় চুরি সংগঠিত হলে বাসার মালিক অঞ্জন কাজের মেয়ে যুতিকা মিস্ত্রীর চুরির অভিযোগ এনে থানায় অভিযোগ দাখিল করেন । বুধবার ইন্দুরকানী থানা পুলিশ যুতিকা মিস্ত্রী ও তার স্বামী বিভেক মিস্ত্রীকে বাড়ী থেকে ইন্দুরকানী থানায় নিয়ে আসে। তাদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনাটি জানাযানি হওয়ার পরে অভিমানে সে আত্মহত্যার চেষ্টা করে। এব্যাপারে ইন্দুরকানী থানার ওসি নাসির উদ্দিন জানান, অঞ্জন রায় যুতিকার বিরুদ্দে লিখিত অভিযোগ দিলে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে অঞ্জন রায় অভিযোগ প্রত্যাহার করে নিলে তাকে ছেড়ে দেওয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।