Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

লভ্যাংশ ঘোষণা তিন কোম্পানির

প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির পরিচালনা পর্ষদ। ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়। কোম্পানি তিনটি হলো- মার্কেন্টাইল ব্যাংক, রূপালী ইন্স্যুরেন্স এবং জিএসপি ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ব্যাংকিং খাতের মার্কেন্টাইল ব্যাংক ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ টাকা ৯০ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১ টাকা ৬ পয়সা। এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২মে ১১টায় রাজধানীর বিজয়নগর ফার হোটেলে অনুষ্ঠিত হবে। রূপালী ইন্স্যুরেন্স ১০ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে। কোম্পানির ইপিএস ১ টাকা ৯২ পয়সা এবং এনএভি ২৩ টাকা ১ পয়সা। এজিএম আগামী ২৬মে বেলা ১১টায় রাজধানীর মালিবাগ ইম্পেরিয়াল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এ ছাড়া জিএসপি ফাইন্যান্স সাড়ে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। ইপিএস ১ টাকা ৯০ পয়সা এবং এনএভি ১৬ টাকা ৬৮ পয়সা। এজিএম আগামী ১৫ মে। এ তিন কোম্পানির রেকর্ড ডেট আগামী ২৬ এপ্রিল নির্ধারণ করা হয়েছে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লভ্যাংশ ঘোষণা তিন কোম্পানির
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ