Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অর্থনৈতিক অগ্রযাত্রা টেকসই করতে শিক্ষায় বিনিয়োগের বিকল্প নেই -মেয়র আ জ ম নাছির

| প্রকাশের সময় : ৫ মে, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ সর্বোৎকৃষ্ট বিনিয়োগ। অর্থনৈতিক অগ্রযাত্রা টেকসই করতে হলে শিক্ষায় বিনিয়োগের বিকল্প নেই। একটি জাতিকে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে উন্নয়নের উচ্চ শিখরে আরোহন করতে হলে সর্বাগ্রে প্রয়োজন শিক্ষা। তিনি গতকাল (শুক্রবার) নগরীর কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের পুর্নমিলনী-২০১৮ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক আলা উদ্দিন। বক্তব্য রাখেন কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু ও শৈবাল দাশ সুমন, পুর্নমিলনী অনুষ্ঠানের আহবায়ক মিসেস সাবরিনা রশিদ, যুবনেতা হেলাল উদ্দিন প্রমুখ।
মসজিদ উদ্বোধন
নগরীর শেখ পাড়ায় এলাকাবাসীর অর্থায়নে এক কোটি ২৫ লাখ টাকায় নির্মিত জামে মসজিদ জুমার নামাজ আদায় ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধন করেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। ৪তলা ফাউন্ডেশনের মসজিদটির বাকী ২ তলা নির্মাণাধীন রয়েছে। এসময় সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে মেয়র বলেন, আল্লাহর ঘর মসজিদ নির্মাণে আল্লাহ তায়ালা শক্তি ও সাহস যোগান দেন। মসজিদে ৫ ওয়াক্ত নামাজ আদায় করা সম্ভব হলে জীবনে শান্তি ও স্বস্তি পাওয়া যায়। এতে বিশেষ অতিথি ছিলেন ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী, ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর সফিউল আলম, মসজিদ কমিটির সাধারন সম্পাদক নুর মোহাম্মদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ