Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিনেমা মুক্তি দিতে শাকিবের অনুমতির অপেক্ষা!

| প্রকাশের সময় : ৫ মে, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: একটি সিনেমায় নায়ক-নায়িকা পারিশ্রমিকের বিনিময়ে অভিনয় করেন। সিনেমা কখন মুক্তি পাবে, কে মুক্তি দেবেÑএ নিয়ে তাদের সম্মতির প্রয়োজন নেই। কারণ সিনেমার মালিক প্রযোজক। এটা তার সম্পদ। তিনি কখন মুক্তি দেবেন না দেবেনÑতা একান্তই তার ব্যাপার। তবে এবার উল্টো ঘটনা ঘটছে। দুই বছর আগে শাকিব ও অপু বিশ্বাস অভিনীতি সিনেমা মুক্তির জন্য পরিচালককে শাকিবের অনুমতি চাইতে হচ্ছে। ঘটনাটি বিস্ময়কর হলেও সত্যি। আব্দুল মান্নান পরিচালতি পাংকু জামাই নামে সিনেমাটি ঈদে মুক্তি দেয়ার জন্য পরিচালক ও প্রযোজক শাকিবের অনুমতির অপেক্ষায় আছেন। সিনেমাটির প্রযোজক মোজাম্মেল হোসেন সরকার জানান, সিনেমাটি নিয়ে আমরা অনেক দিন ধরেই ঝুলে রয়েছি। এ সিনেমার পর আরেকটি নির্মাণ করে মুক্তিও দিয়ে দিয়েছি, কিন্তু এটি এখনও মুক্তি দিতে পারিনি। আগামী ঈদে যদি মুক্তি দিতে পারি তা হলে হয়তো কিছুটা ক্ষতি পুষিয়ে উঠতে পারবো। তিনি বলেন, নায়ক শাকিব খান যদি অনুমতি না দেন তাহলে মুক্তি দিবো না। এখন উনার অনুমতির অপেক্ষায় আছি। কারণ ঈদে সবসময় দর্শক নতুন ও ভালো সিনেমা দেখতে চায়, আমার এই সিনেমাটি দর্শক পছন্দ করবেন বলে আশা করি। ঈদের সিনেমা শাকিবের ক্যারিয়ারের বিষয়। যে কারণে উনার অনুমতি না পেলে মুক্তি দেবো না। শাকিবকে বিষয়টি জানিয়েছি। কিন্তু তিনি এখনও কিছু বলেননি। এখন তিনি কলকাতায় আছেন, দেশে ফিরলে আবারও কথা বলবো। আশা করি তিনি অনুমতি দেবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ