Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নায়করাজের নামে কলকাতায় পুরস্কার প্রবর্তন

| প্রকাশের সময় : ৫ মে, ২০১৮, ১২:০০ এএম


বিনোদন রিপোর্ট: বাংলাদেশের নায়করাজ রাজ্জাকের নামে কলকাতায় পুরস্কার প্রবর্তন করা হয়েছে। কলকাতার বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কমার্স (বিএফটিসিসি) রাজ্জাকের স্মরণে এ পুরস্কার চালু করেছে। আর প্রথমবার লাইফ টাইম অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের নায়ক আলমগীর। সম্প্রতি হোটেল হিন্দুস্থান ইন্টারন্যাশনালে জমকালো অনুষ্ঠানে আলমগীরের হাতে পুরস্কার তুলে দেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তা ও শিল্পপতি সঞ্জয় বুধিয়া। প্রতিক্রিয়ায় আলমগীর বলেন, রাজ্জাকের নামের এই পুরস্কার আমাকে গর্বিত করেছে। আর এই একই মঞ্চে সৌমিত্র চট্টোপাধ্যায়কেও সম্মাননা দেয়া হয়েছে। এটা আমার জন্য বড় পাওয়া। আয়োজকরা বলছেন, আগামীতে রাজ্জাকের নামের এই পুরস্কার পশ্চিমবঙ্গের শিল্পীরাও পেতে পারেন। আলমগীর ছাড়াও অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, চলচ্চিত্র নির্মাতা বুদ্ধদেব দাশগুপ্ত, সাংবাদিক ড. সোমা এ চ্যার্টাজি এবং চলচ্চিত্র প্রতিষ্ঠান ভেঙ্কাটেশ মুভিজ অন্যান্য বিভাগের আজীবন সম্মাননা গ্রহণ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ