Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুরগির বর্জ্যরে দুর্গন্ধে অতিষ্ঠ ক্রেতা-বিক্রেতা

| প্রকাশের সময় : ৫ মে, ২০১৮, ১২:০০ এএম

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : রাউজান ফকিরহাট পৌরসদর মার্কেটের ক্রেতা বিক্রেতারা মুরগীর বজ্যের্র দুর্গন্ধে অতিষ্ট। সরেজমিন দেখাগেছে পৌর মার্কেটের দক্ষিণ পাশে বেশ কয়েকটি দেশীয় ও ব্রয়লার মুরগীর দোকান রয়েছে। মার্কেটের ক্রেতা বিক্রেতা অভিযোগ করে বলেন মুরগীর দোকানের বর্জ্যগুলো টিকমত পরিস্কার করেনা বিধায় এ গন্ধ সৃষ্টি হচ্ছে। অনেকে রুমাল নাকে দিয়ে চলাচল করতে দেখা গেছে। পৌর মার্কেটটিতে ২৪ টি দোকানের মধ্য ২০টি দোকানে ব্যবসায়ীরা রাত দিন পরিশ্রম করে ক্রেতা বাড়িয়েছে,সেখানে মুরগীর গন্ধের কারনে ক্রেতা হ্রাস পাচ্ছে। প্রকট গন্ধে পৌর মার্কেট ব্যবসায়ী সহ আশপাশের ব্যবসায়ীরা অতিষ্ট। পৌর মার্কেটের ২ টি মাংসের দোকানও অপরিস্কার। মাংসের দোকানের গন্ধও কম নয়। স্থানীয় ভোক্তভুগীরা জানিয়েছেন প্রতিদিন মুরগী কিংবা মাংসের দোকানের বর্জ্যগুলো পরিস্কার করে ফেললে এ ধরনের দুর্গন্ধ সৃষ্টি হতোনা। প্রতিদিন পরিষ্কার না করায় পরিবেশ নষ্ট হচ্ছে। মাছি মসা’র উৎপাত বেড়ে গেছে। অসাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে। দুর্গন্ধের কারনে অনেক ক্রেতা বিক্রেতা অসুস্থ হয়ে পড়েন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ