Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গৃহবধূর রহস্যজনক মৃত্যু

| প্রকাশের সময় : ৪ মে, ২০১৮, ১২:০০ এএম

নেত্রকোনা জেলা সংবাদদাতা: নেত্রকোনার পূর্বধলায় সুমাইয়া খানম সুমী (২১) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ নিহত গৃহবধুর শ্বাশুড়ী রিপা আক্তারকে (৪৫) আটক করেছে।
পূর্বধলা থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় এলাকাবাসী পূর্বধলা থানা পুলিশকে জানায়, উপজেলার হোগলা ইউনিয়নের সাধুপাড়া গ্রামে হৃদয় মিয়ার স্ত্রীর লাশ ঘরের বারান্দায় পড়ে আছে। পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌছে হৃদয় মিয়ার বসত ঘরের বারান্দা থেকে লাশ উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে নিহতের শ্বশুর-শ্বাশুড়ীসহ বাড়ির লোকজন পালিয়ে যায়। পরে পুলিশ পাশের বাড়ি থেকে শ^াশুড়ী রিপা আক্তারকে আটক করে। এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে এলাকায় চলছে জল্পনা-কল্পনা।
মৃতের বাবা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাজীর সিমলা গ্রামের আবু সাঈদ কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের জানান, দেড় বছর আগে তার মেয়েকে বিয়ে দেন তারই ভাগ্নে পূর্বধলা উপজেলার সাধু পাড়া গ্রামের আবুল কালামের ছেলে হৃদয় মিয়ার সাথে। বিয়ের কিছুদিন পর তার জামাতা হৃদয় মিয়া তার মেয়েকে বাড়িতে রেখে কর্ম-সংস্থানের উদ্যেশে ঢাকায় চলে গেলে হৃদয়ের নেশাগ্রস্থ বাবা আবুল কালাম ও মা রিপা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায়ই তার মেয়েকে শারীরিক ও মানসিক অত্যাচার নির্যাতন চালিয়ে আসছিল। ইতোমধ্যেই হৃদয় সুমীর দাম্পত্য জীবনে একটি কন্যা সন্তান হয়। যার বয়স মাত্র দেড় মাস। সুমীর বাবা আক্ষেপ করে আরো বলেন, শত অত্যাচার, নির্যাতন, লাঞ্ছনার মাঝেও আমার মেয়েটি ওই কন্যা সন্তানটিকে নিয়ে বাঁচতে চেয়েছিল। কিন্ত তাকে তারা বাঁচতে দিল না। শ^শুড় শ^াশুড়ী পিটিয়ে ও শ্বাসরোধ করে আমার মেয়েকে হত্যা করে আমার মেয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে বলে অপপ্রচার চালায়। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।
সুমীর মৃত্যু এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে এলাকাবাসীর মাঝে চলছে জল্পনা-কল্পনা।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ বিল্লাল উদ্দিন ঘরের বারান্দা থেকে লাশ উদ্ধারের কথা স্বীকার করে বলেন, মৃতের শরীরে হাল্কা দাগ রয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই বুঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

সড়ক দুর্ঘটনায় নিহত ১
বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা: সিলেটের ওসমানীনগরে অজ্ঞাত গাড়ির চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক শহিদুল ইসলাম পংকী (৪০) নিহত হয়েছেন। গতকাল বুধবার মধ্যরাতে সিলেট-ঢাকা মহাসড়কের কুরুয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তিনি বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের চান্দাইরপাড়া বড় বাড়ির আবদুল কুদ্দুছের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাতে পংকী মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে মহাসড়কের কুরুয়া এলাকায় অজ্ঞাতনামা গাড়ির চাকায় পিষ্ট হয়ে তার মুখ ও মাথা একেবারে থেতলেগেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় জনতা লাশটি দেখার পর মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে ওসমানীনগর থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় তার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ