Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাত হাজার ইয়াবাসহ দুই যুবক আটক

| প্রকাশের সময় : ৪ মে, ২০১৮, ১২:০০ এএম


রাজশাহী ব্যুরো : রাজশাহী শিরোইল বাস টার্মিনাল থেকে গত বুধবার মধ্য রাতে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছ র‌্যাব-৫ এর সদস্যরা। তারা দুজন ন্যাশনাল ট্রাভেলসের যাত্রী ছিলো।
আটক দুই যুবক হলেন, কক্সবাজারের রামু উপজেলার পূর্ব মেরঙলোয়া গ্রামের মৃত সারেন্দ্র বড়–য়ার ছেলে সুবোধ বড়–য়া ওরফে মুন্না (২৮) ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিদিরপুর গ্রামের সাদেক আলীর ছেলে রুবেল আলী (২৭)। আটকদের কাছ থেকে ৬ হাজার ৯০০ ইয়াবা, দুটি মোবাইল ফোন, দুটি সিমকার্ড ও নগদ ৪১৩ টাকা জব্দ করা হয়েছে। র‌্যাব-৫ উপ-অধিনায়ক মেজর এএম আশরাফুল ইসলাম জানান, সুবোধ বড়–য়া কক্সবাজার থেকে ইয়াবার চালান এনে রুবেলের কাছে হস্তান্তর করছিলো। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেহাতে আটক করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ