Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেফতার

| প্রকাশের সময় : ৪ মে, ২০১৮, ১২:০০ এএম

 

ময়মনসিংহ ব্যুরো : ময়মনসিংহ নগরীতে এক পুলিশ কনস্টেবলসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৮শ’ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ময়মনসিংহ পুলিশ লাইন্সে কর্মরত পুলিশ কনস্টেবল মোখছেদুল ইসলাম (৩২), তার সহযোগী কলেজ রোড এলাকার সৌরভ (২০) ও সুনামগঞ্জের দেবাশীষ (২৫)। বুধবার দিবাগত মধ্যরাতে নগরীর নওমহল সারদা ঘোষ রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। নগরীর ২নং পুলিশ ফাঁড়ির উপ-পরির্দশক (টিএসআই) ফারুক হোসেন জানান, ২ নং পুলিশ ফাঁড়ির ইনর্চাজ সজীব আহম্মেদকে সাথে নিয়ে নগরীর নওমহল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৩ যুবককে দেখে সন্দেহ হলে তাদের দেহ তল্লাশি করে ৮শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ