Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিলি সীমান্তে ১ লাখ নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার

প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

দিনাজপুর অফিস : হিলি সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ পিস আমদানি নিষিদ্ধ ভারতীয় প্যারাকটিন ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।
আজ রোববার ভোরে হিলি সীমান্তের ধরন্দা ঈদগাহ মাঠ এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবির হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আতাহার আলী জানান, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে হিলি সীমান্তের ধরন্দা ঈদগাহ মাঠ এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকটি টোপলা ফেলে পারিয়ে যায়।
পরে সেখান থেকে এক লাখ পিস আমদানি নিষিদ্ধ ভারতীয় প্যারাকটিন ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা বলে জানায় বিজিবি। তবে এর সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ