Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৌমাছির আক্রমণে মৌয়ালের মৃত্যু

| প্রকাশের সময় : ৪ মে, ২০১৮, ১২:০০ এএম

 

কালিগঞ্জ (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা
পশ্চিম সুন্দরবনে মধু আহরণ করতে যেয়ে দলবদ্ধ মৌমাছির আক্রমনে হযরত আলী (৫০) নামে এক মৌয়ালের মৃত্যু হয়েছে। গত বুধবার সন্ধা ৭ টার দিকে সুন্দরবনে সাপখালী নামক স্থানে মধু আহরনের সময় মৌমাছির আক্রমনের মুখে পড়ে সে গুরুতর আহত হয়। হযরত আলী গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামের আইজুদ্দিন
তরফদারের ছেলে। নিহতের চাচাতো ভাই মিলন জানায়, সকালের দিকে কেওড়া গাছে উঠে মধু আহরণের সময় ৫ শতাধিক মৌমাছি তাকে আক্রমন করে। এ সময় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. রেজওয়ান ইসলাম তাকে মৃত ঘোষণা করে। সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে পরিবারের সবাই যেন শোকের সাগরে ডুবেছে। বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকর্তা কে এম কবির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ