Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বনশ্রী এলাকায় এখন থেকে নির্দিষ্ট রিক্সা চলাচল করবে

| প্রকাশের সময় : ৩ মে, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বনশ্রী সোসাইটি গতকাল গাড়ীর স্টিকার ও রিক্সা সার্ভিসের উদ্বোধন করেছে। এখন থেকে বনশ্রী আবাসিক এলাকায় নির্দিষ্ট রিক্সা চলাচল করবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-পুলিশ কমিশনার ট্রাফিক (পূর্ব) ড. এ এইচ এম কামরুজ্জামান। বনশ্রী সোসাইটির সভাপতি মো. আবুল কালামের সভাপতিত্বে অতিথি হিসেবে ছিলেন উপ-পুলিশ কমিশনার মতিঝিল আনোয়ার হোসেন এবং সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক (পূর্ব) লুবনা মোস্তফা। অনুষ্ঠানে চার শতাধিক রিক্সার ড্রাইভারকে নির্দিষ্ট ডিজাইনের পোশাক ও গাড়ীর স্টিকার দেওয়া হয়। বক্তারা জানান, এখন থেকে বনশ্রী এলাকায় এই রিক্সা চলবে। এতে ভাড়া নিয়ে যাত্রীদের ভোগান্তী কমার পাশাপাশি কমবে ছিনতাইসহ অন্যান্য সমস্যা।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ