Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাইসেন্সবিহীন গাড়ি চালনায় ১০ জনকে সাজা

| প্রকাশের সময় : ৩ মে, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীতে লাইসেন্সবিহীন চালানোর অভিয়োগে ১০ জনকে সাজা ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন গাড়ি চালানোর অপরাধে ওই ১০ চালককে সাজা দেয়া হয়।
গতকাল বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিরপুর, কল্যাণপুর ও মানিক মিয়া এভিনিউ এলাকায় ট্রফিক আইন অমান্যকারী গাড়ি চালকদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও বিআরটিএ যৌথভাবে অভিযান পরিচালনা করে বলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক- পশ্চিম) আবু তোরাব মো. শামসুর রহমান জানিয়েছেন।
তিনি বলেন, লাইসেন্সবিহীন গাড়ি চালানোর অপরাধে ১০ চালককে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে বিআরএটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মাযহারুল ইসলাম। ১০ জনের মধ্যে পাঁচজনই লেগুনা চালক।
বেপরোয়া গাড়ি চালানো, ফিটনেসবিহীন, রুট পারর্মিটবিহীন গাড়ি চালানো অপরাধে মোট ৫৩ হাজার টাকা জরিমানা ও ২৪টি মামলার পাশাপাশি তিনটি গাড়িকে ডাম্পিং করা হয়েছে।
অর্থ দÐ পাওয়াদের মধ্যে বাস, লেগুনা ও অটোরিকশা চালকও রয়েছে বলে জানান তিনি।
পর্যায়ক্রমে ডিএমপি’র অন্যান্য ট্রাফিক বিভাগে এই যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে ডিএমপি থেকে জানানো হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ