Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

হিজাব পরায় চাকরি হারান মুসলিম মডেল

| প্রকাশের সময় : ৩ মে, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মুসলিম মডেল মারিয়া ইদ্রিসি জানিয়েছেন যে, শুধুমাত্র হিজাব পরার কারণে তাকে একটি প্রসাধনী কোম্পানীর চাকরি থেকে বাদ দেওয়া হয়। আকর্ষণীয় মডেল বলছিলেন, তিনি চাকরি হারান, কারণ প্রচারণার সাথে জড়িত প্রতিষ্ঠান মনে করতো, তাদের দর্শক হবে ‘সীমিত’, কারণ সে একজন মুসলিম। ২০১৫ সালে এইচএন্ডএম’র প্রচারণায় প্রথম হিজাব পরিহিতা নারী হয়ে ওঠার পর এই মডেল খ্যাতি লাভ করেন।
একটি বিশেষ সাক্ষাৎকারে তিনি ব্যাখ্যা করেন যে, তার ব্যক্তিত্বের সাথে এটি মানানসই নয়। তিনি হিজাব পরতেন বলে তাদের ধারণা, দর্শকরা পণ্যটি কিনবে না। তিনি আরও বলেন, ‘আমার জন্য এটি ছিল সেই পোশাক ক্রয়ের মতো যা শ্বেতাঙ্গ মেয়েরা পরে। এতে কোন পার্থক্য নেই, তাই আমি বিস্মিত।
ইদ্রিসি একজন সম্ভ্রান্ত মুসলিম নারী হিসেবে তার দায়িত্ব সম্পর্কে সচেতন ছিলেন। একবার একজন মহিলা তার কাছে বার্তা পাঠান যে, তিনি ফ্রান্সের একটি ছোট গ্রাম থেকে এসেছেন এবং সেই এলাকায় তারা তাদের খুচরা দোকানে কাজ করার জন্য হিজাবের মেয়েদের ভাড়া করে না। তার এইচএন্ডএম প্রচারাভিযানের শুরু থেকে এই মডেলকে এলি, মেরি ক্লেয়ারি এবং টিন ভোগ ম্যাগাজিনে দেখা গেছে। সূত্র : ডেইলি মেইল, ইন্ডিয়া টাইমস।



 

Show all comments
  • kazi Nurul Islam ৩ মে, ২০১৮, ৪:৪১ এএম says : 0
    It's better for herself. ak jon Muslim hoya jamon moder business thik noy , temne ak jon Muslim nari model kora uchit noy.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হিজাব


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ