Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এডিবির সভায় যোগ দিতে অর্থমন্ত্রী ম্যানিলায়

| প্রকাশের সময় : ৩ মে, ২০১৮, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর ৫১ তম বোর্ড সভায় যোগ দিতে গতকাল বুধবার রাতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তিনদিনের সফরে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় গেছেন। সিঙ্গাপুর হয়ে ম্যানিলা যাচ্ছেন তিনি। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিকুল আজম। অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, ম্যানিলা সফরকালে এডিবি’র বোর্ড সভায় যোগদান ছাড়াও ফিলিপাইনের অর্থমন্ত্রী, কানাডার এশিয়া-প্যাসিফিক গেøাবাল এ্যাফেয়ার্স-এর এসিস্টেন্ট ডেপুটি মিনিস্টার ডোনাইড ববিয়াশ-এর নেতৃত্বে কানাডিয়ান প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক, জাপানের জেবিআইসি’র সিনিয়র ম্যানেজিং ডাইরেক্টর নেতৃত্বে জেবিআইসি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক, সার্কভুক্ত দেশের অর্থমন্ত্রীদের ১২তম বৈঠক, এসডিএফ গভর্নিং কাউন্সিলের সভা, গভর্নরস প্ল্যানারি, এসএআরডি’র ডাইরেক্টর জেনারেল হাম কিম-এর সঙ্গে বৈঠক এবং সবশেষে এডিবি’র সভাপতির সঙ্গে বৈঠক করবেন অর্থমন্ত্রী। আগামী রোববার অর্থমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ