বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পটুয়াখালী জেলা সংবাদদাতা : নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন “বিএনপি অংশগ্রহন না করলেও ২০১৪ সালের নির্বাচন আন্তর্জাতিক মহলে গ্রহনযোগ্যতা পেয়েছে। বিএনপি রাজনীতির হিসাব মিলাতে পারছেনা, এ্যলজাবরা মিলাতে যেমন সূত্র জানতে হয় তেমনি রাজনীতির কিছু সূত্র আছে সেই রাজনীতির সূত্র জানেন না খালেদা জিয়া। তাই বারবার ভুল বরছেন । গতকাল বুধবার সকালে পটুয়াখালীর গলাচিপা উপজেলার বুড়াগৌরাঙ্গ নদীতে বদনাতালি ও চরশিবা রুটে ফেরি সার্ভিস উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আরো বলেন, এতিম ফান্ডের টাকা চুরি করায় খালেদা জিয়ার সাজা হয়েছে সেখানে সরকারের দায়দায়িত্ব কোথায়। আদালত তার জামিন দেবে কিনা তার দায় দায়িত্বও সরকারের নয় আদালতের। বিচারকদের উপরে সরকারের প্রভাব খাটানোর কোন সুযোগ নেই। এ সময় উপজেলা আওয়ামীলীগ আয়োজিত পথ সভায় অংশগ্রহণ করে বর্তমান সরকার যে উন্নয়নের ধারাবাহিকতা সৃষ্টি করেছে আগামীতেও সেই ধারাবাহিকতা রক্ষা করতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থিকে ভোট দেয়ারও আহবান জানান মন্ত্রী।বদনাতলী ও চরশিবা রুটে ১৯ কিলোমিটার নদী পথে এই ফেরি সার্ভিস শুরু হওয়ায় দেশের সড়ক যোগাযোগের সাথে বিচ্ছিন্ন চরাঞ্চলের কয়েখ লাখ মানুষ যুক্ত হয়েছে। এ সময় স্থানীয় সংসদ সদস আ.খ.ম জাহাঙ্গির হোসাইন, পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত উদ্দিনসহ বিআইডবিøউটিএ’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।