বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অর্থনৈতিক রিপোর্টার : মেয়াদোত্তীর্ণ পণ্য ও মোড়কে মূল্য না থাকা এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য বিক্রির অপরাধে রাজধানীর হাতিরপুল এলাকায় পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
প্রতিষ্ঠানগুলো হলো-হট কেক, আর কে ডিপার্টমেন্টাল স্টোর, ঘরের খাবার, পিজাহাট ও ভাই ভাই স্টোর। গত সোমবার রাজধানীর হাতিরপুল বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার। সঙ্গে ছিলেন অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শাহনাজ সুলতানা। বাজার অভিযানের সার্বিক সহযোগিতা করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-১ ও ১১ এর সদস্যরা।
মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, হাতিরপুল এলাকায় এর আগে অধিদফতরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন পরিপালনের বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছিল। অনেকগুলো প্রতিষ্ঠান সতর্ক হয়নি তাদের আজ জরিমানা করা হয়েছে। এর মধ্যে হটকেক, আর কে ডিপার্টমেন্টাল স্টোর ও ঘরের খাবার প্রত্যেককে ১৫ হাজার টাকা, পিজাহাটকে ৪০ হাজার ও ভাই ভাই স্টোরকে ২৫ হাজার টাকা জারিমানা করা হয়। এছাড়াও পলাশী এলাকার বাঘাবাড়ী সুইটকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।