Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

চরফ্যাশনে দু’গ্রæপের সংঘর্ষ নিহত ১ : গ্রেফতার ৪

| প্রকাশের সময় : ৩ মে, ২০১৮, ১২:০০ এএম


চরফ্যাশন (ভোলা) উপজেলা সংবাদদাতা : চরফ্যাশন উপজেলার চরমঙ্গল গ্রামে জমিতে হাঁসে মুগডাল খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী সিরাজ লাঠিয়াল (৩৮) নিহত হয়েছে। আহত হয়েছে ৬জন। লাশ ময়না তদন্তের জন্যে ভোলা মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় পুলিশ ৪জনকে গ্রেফতার করেছে। গতকাল সকাল ১০টায় অঞ্জুরহাট বাজার ব্যবসায় সমিতি নির্মম হত্যার ঘটনায় দোষীদের শাস্তির দাবি করে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার জোহরের নামাজের পর সিরাজ লাঠিয়ালের মুগডালের জমিতে ছিদ্দিক লাটিয়ালের শতাধিক রাঁজহাস গিয়ে ডাল খাচ্ছে। সিরাজ বাঁধা দেয়ায় ছিদ্দিক লাঠিয়াল তার ছেলে হারুন লাঠিয়াল, নাতি জামাল লাঠিয়ালসহ ১৫/১৬জন একত্রিত হয়ে লোহার রড ও লাটি দিয়ে এলোপাতারি মারধর করে। এতে সিরাজ (৩৮), শাহাবুদ্দিন (৩০), বিলকিস(৩৬) মুন্নি(২০) রাসেল(১৮)সহ ৬জন আহত হয়। তাদেরকে চরফ্যাশন হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার সিরাজ লাঠিয়ালকে মৃত ঘোষণা করেন। এই ব্যাপারে নিহতের পিতা মোস্তফা লাঠিয়াল বাদী হয়ে শশীভূষণ থানায় –১৭জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছে। শশীভূষণ থানা পুলিশ ছিদ্দিক লাঠিয়াল (৬০), কামাল (৩৫), নিহাদ (২৫) ও জেছমিন (৩৫) গ্রেফতার করেছে। গতকালই তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। নিহতের ভাই হাসপাতালে চিকিৎসাধীন শাহাবুদ্দিন লাঠিয়াল জানান, ছিদ্দিক লাঠিয়ালগংদের সাথে ৬০শতাংশ জমি নিয়ে বিরোধ রয়েছে। এ বিষয়ে আদালতে মামলা চলমান। শশীভূষণ থানার অফিসার ইনচার্জ হানিফ সিকদার জানান, নিহত সিরাজের পিতা বাদী হয়ে ১৭ জনকে আসামী করে মামলা দিয়েছে। তার মধ্যে ঘটনার মূল নায়ক ছিদ্দিক লাঠিয়ালসহ ৪জনকে গ্রেফতার করা হয়েছে। আঞ্জুরহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কালাম ও সম্পাদক ফারুক বলেন, সিরাজ লাঠিয়াল আঞ্জুরহাট বাজারের বিশিষ্ট কাপর ব্যবসায়ী ছিলেন। তার এ হত্যাকারীদের মধ্যে ৪জনকে গ্রেফতার করা হয়েছে। বাকী সকল আসামীকে গ্রেফতার করে শাস্তির দাবি জানাচ্ছি। এদিকে সিরাজ লাঠিয়ালের লাশ ভোলা মর্গের থেকে এনে বাদ আছর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবারিক সূত্রে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ