Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাইকে বেঁধে বোনকে গণধর্ষণ পাঁচ জনের মধ্যে আটক ৪

| প্রকাশের সময় : ৩ মে, ২০১৮, ১২:০০ এএম


রাজশাহী ব্যুরো : রাজশাহী নগরীর শিরইল কলোনির কানামোড় এলাকায় শিশু ভাইকে বেধে ১৩ বছরের কিশোরী বোনকে গণধর্ষণের অভিযোগে আলিফ নামে আরো একজনকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টা দিকে গোপন সংবাদের ভিত্তিতে তেরোখাদিয়া ডাবতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আলিফ (২৭) ডাবতলা এলাকার আব্দুস সাত্তারের ছেলে। এ নিয়ে মোট চারজনকে আটক করা হলো। আরো একজন পলাতক রয়েছে। পুলিশ জানিয়েছে তাকে ধরার চেষ্টা করা হচ্ছে। এর আগে গত শনিবার মেয়েটিকে স্টেশন থেকে তুলে নিয়ে শিরোল কলোনির কানামোড়ের জাফরের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। গভীর রাতে ৫ বছর বয়সের ভাইকে বেধে ১৩ বছর বয়সের কিশোরী বোনকে গণধর্ষণ করে ৫ জন বখাটে। এ ঘটনাই ওই রাতেই তিনজন বখাটেকে আটক করে পুলিশ। সেখানে মেয়েটির ছোট ভাইকে পাশের রুমে বেধে প্রথমে তার বোনকে জোর করে ধর্ষণ করার চেষ্টা করে। তবে মেয়েটি বাধা দিলে জাফর কাঁচের বোতল দিয়ে মেয়েটির মাথাই ও পায়ে আঘাত করে। এরপর পাঁচজন মিলে পাশবিক নির্যাতন চালাই মেয়েটির ওপর। মেয়েটির বাড়ি ময়মনসিংহ স্টেশন পাড়ায়। সে কাজের সন্ধানে ছোট ভাইকে নিয়ে ওই রাতেই রাজশাহী আসে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ