Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বোয়ালমারীতে চলছে সরকারি খাল দখলের মহোৎসব

| প্রকাশের সময় : ৩ মে, ২০১৮, ১২:০০ এএম


নাজিম বকাউল, ফরিদপুর থেকে : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর বাজারের তহশীল অফিসের ৩০০ গজের মধ্যে সরকারি খাল দখল করে প্রাচীর এবং বিল্ডিং নির্মাণ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। আর এ অবৈধ দখল কাজে সহযোগিতা করছেন স্থানীয় ভূমি অফিসের তহশীলদার মো. আইয়ুব আলী মোল্যা। সরেজমিনে গিয়ে দেখা যায় সাতৈর বড়নগড় ৪৬নং মৌজার ১নং খাস খতিয়ান ভুক্ত ৬৩ দাগের খালদখল করে উত্তর দিক থেকে শুরু করে দক্ষিনের দিকে প্রায় ২০০ গজ লম্বা ইট বালুর প্রাচীর নিমার্ণ করছে স্থানীয় বাজারের প্রভাবশালী ব্যবসায়ী সুবাস সাহা। এক বছর পুর্বে তিনি ওই খালের কিছু অংশ দখল করে প্রাচীর নির্মাণ করেছিলেন। খালদখল করে প্রাচীর নির্মাণ করায় খালটি আঁকারে ছোট হয়ে যাচ্ছে, ফলে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি পার্শ্ববর্তী হাই স্কুলে ঢুকে পড়তে পারে। এদিকে একই খালের বাজারের উত্তর পাশে বিল্ডিং নির্মাণ করছেন শেরাপুর গ্রামের মকদুল খার ছেলে রাজ্জাক খা। সরকারি খাল দখল করে বিল্ডিং নির্মাণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জায়গা বন্দোবস্ত নেয়ার জন্য আমার এক বন্ধুর মাধ্যমে আবেদন করেছি। কিন্তু ভূমি অফিসের কোথাও আবেদনের বিষয়ে অফিসের কেউ কিছুই জানেন না। খাল দখলের বিষয়ে সুবাস সাহা বলেন, খালের মধ্যে দেড় দুই হাত জায়গা দখল হতে পারে। এখানে আমি একটি পার্ক করবো বলে প্রাচীর নির্মাণ করছি। বড়নগড় মৌজার তহশীলদার মো. আইয়ুব আলী বলেন, খাল দখল করে প্রাচীর ও বিল্ডিং নির্মাণের বিষয়ে আমি কিছুই জানি না। সাতৈর বাজার বণিক সমিতির সভাপতি সৈয়দ সাইদুর রহমান সজল বলেন, মাপামাপি করলে প্রাচীরটি সরকারি জায়গার মধ্যে পড়বে। বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার মোহম্মাদ জাকির হোসেন বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নিবো।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ