Inqilab Logo

সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রূপগঞ্জে হাশেম ফুডস কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড

| প্রকাশের সময় : ৩ মে, ২০১৮, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়নগঞ্জের রূপগঞ্জে একটি শিল্পপ্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গত সোমবার রাত ১টার দিকে উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত হাশেম ফুডস লিমিটেড নামে একটি শিল্পপ্রতিষ্ঠানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৯ থেকে ১০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন মালিকপক্ষ। প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানায়, সোমবার রাত ১ টায় প্রতিষ্ঠানটির প্যাকেজিং গোডাউনে হঠাৎ অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পরে। এসময় মিলের শ্রমিকরা ছোটাছুটি করে কারখানা থেকে বের হয়ে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। তাৎক্ষনিক ভাবে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে যাওয়া হতাহতের ঘটনা ঘটেনি। এক পর্যায়ে আগুনের লেলিহান শিখা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। এসময় আগুন প্রায় ৫০ থেকে ৭০ ফুট উঁচুতে উঠে যায়। এতে আশ-পাশের শিল্প প্রতিষ্ঠানসহ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঢাকা হেডকোয়ার্টার, আড়াইহাজার, নারায়ণগঞ্জ ও ডেমরা ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট মিলে ৯ ঘন্টা চেষ্টা চালিয়ে সকাল ১০টায় আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষনে কারখানার সেটসহ কেমিক্যাল, প্যাকেজিং ও ফুডের কাচাঁমাল, ১২টি কম্পিউটারসহ মালপত্র পুড়ে ছাই হয়ে যায়। হাশেম ফুডস লিমিটেড এর ডি,জি,এম মামুন-উর-রশিদ জানান, আগুনে মিলের প্রায় ৯ থেকে ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা প্রাথমিক ভাবে ধারনা করছি। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জুবায়ের মৃধা জানান, সময় মতো শ্রমিকরা মিল থেকে বের হতে না পারলে হতাহতের ঘটনা ঘটতো। এছাড়া তাৎক্ষনিক আগুন নেভানোর চেষ্টা না করলে আশ-পাশে আগুন ছড়িয়ে আরো বেশি ক্ষয়ক্ষতি হতো। এ ব্যাপারে ঢাকা হেড কোয়ার্টার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, আমরা প্রাথমিকভাবে ধারনা করছি বৈদ্যুতিক সর্ট সার্টিক থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে, তদন্ত করার পর আসল কারন জানা যাবে, ঠিক মত আগুন না নেভালে ক্ষয়ক্ষতির পরিমান আরও বাড়তো।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ