Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামের হালিশহরে ডায়রিয়া জন্ডিসের প্রাদুর্ভাব নমুনা সংগ্রহের স্বাস্থ্য বিভাগের টিম

| প্রকাশের সময় : ৩ মে, ২০১৮, ১২:০০ এএম


চট্টগ্রাম ব্যুরো : নগরীর হালিশহরে পানিবাহিত ডায়রিয়া ও জন্ডিস রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। হঠাৎ করে এসব রোগের প্রাদুর্ভাবের বিষয়টি খতিয়ে দেখার জন্য ঢাকা থেকে স্বাস্থ্য অধিদপ্তরের একটি প্রতিনিধি দল হালিশহরের সবুজবাগ এলাকায় যান। গতকাল (বুধবার)) সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন। তার নেতৃত্বেও একটি টিম ঢাকার প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন।
সিভিল সার্জন বলেন, গত একমাসে ৩০২ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী সীতাকুÐের ফৌজদারহাটে সংক্রামক ব্যাধি হাসপাতালে (বিআইটিআইডি) চিকিৎসা নিয়েছেন। হেপাটাইটিস-ই জন্ডিসের ভাইরাস নিয়ে ১ মে পর্যন্ত ১২ জন রোগী ওই হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া গতকাল সবুজবাগ এলাকায় আরও ১১ জন জন্ডিসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। তবে হেপাটাইটিস-ই ভাইরাসের কারণে সংক্রমিত জন্ডিস নিরাময়যোগ্য বলে উল্লেখ করেন তিনি। এই সিভিল সার্জন আরও বলেন, তারা কোথাকার পানি ব্যবহার ও পান করে, সেই পানির নমুনা সংগ্রহ করছি। তাদের জীবনযাত্রা দেখছি। ওয়াসার সরবরাহ করা পানি থেকে এই রোগের প্রাদুর্ভাব কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা এখনো সেভাবে ভাবছি না। নমুনা পরীক্ষার পর জানা যাবে। তিনি বলেন, স্বাস্থ্য বিভাগের টিম সেখানে আরও কয়েকদিন অবস্থান করবে। প্রাথমিক ব্যবস্থা হিসেবে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এলাকায় ২ লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ