প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আগামীকাল ‘হান্ড্রেড টু নট আউট’ ফিল্মটির সঙ্গে বলিউডের অন্য দুটি ফিল্ম মুক্তি পাচ্ছে। অন্য ফিল্মগুলো- ‘ওমের্তা’ এবং ‘তাশনাগি’।
২৭ বছর পর অমিতাভ বচ্চন আর ঋষি কাপুরকে এক সঙ্গে দেখা যাবে ‘হান্ড্রেড টু নট আউট’ ফিল্মটিতে; এতে অমিতাভ ঋষি রূপায়িত চরিত্রের বাবার ভূমিকায় অভিনয় করেছেন। ফিল্মটি মুক্তি পাচ্ছে বেঞ্চমার্ক পিকচার্স, ট্রিটপ এন্টারটেইনমেন্ট এবং সোনি পিকচার্সের ব্যানারে। ফ্যামিলি কমেডিটি প্রযোজনা ও পরিচালনা করেছেন উমেশ শর্মা। অমিতাভ-ঋষি ছাড়া আরও অভিনয় করেছেন জিমিত ত্রিবেদী। ফিল্মটির সঙ্গীত পরিচালনা করেছেন সেলিম মার্চেন্ট এবং সুলায়মান মার্চেন্ট।
সুইস এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের ব্যানারে ‘ওমের্তা’ ফিল্মটি মুক্তি পাচ্ছে। ক্রাইম ড্রামাটি প্রযোজনা করেছেন নাহিদ খান। হানসাল মেহতার পরিচালনায় অভিনয় করেছেন রাজকুমার রাও, রাজেশ তাইলাঙ, রুপিন্দর নাগরা, কেবাল অরোরা, টিমথি রায়ান, কাল্লিরয় ত্জিয়াফেতা এবং হরমিত সিং। সঙ্গীত পরিচালনা করেছেন ঈশান ছাবরা।
উপরের দুটি ছাড়া মুক্তি পাবে জয়ন্ত ঘোষ প্রযোজিত এবং সামির খান পরিচালিত থ্রিলার ফিল্ম ‘ইশনাগি’, এতে অভিনয় করেছেন আরিয়ান বৈদ, রাজপাল যাদব এবং আনুষ্কা শ্রীবাস্তব। সঙ্গীত
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।