Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমদানি নীতি কৃষিবান্ধব না হওয়ায় দেশের পেঁয়াজ চাষীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে ইসলামী কৃষক-মজুর আন্দোলন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ মে, ২০১৮, ১২:০০ এএম

সরকারের আমদানী নীতি কৃষিবান্ধব না হওয়ার কারণে পেঁয়াজ চাষ করে চাষীদেরকে লোকসান গুণতে হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী কৃষক-মজুর আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম কবির। তিনি পেঁয়াজ চাষীদেরকে ক্ষতির হাত থেকে রক্ষায় দেশে চাষাবাদ করা পেঁয়াজ সংরক্ষণে কার্যকরী ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবী জানান।
পেঁয়াজ চাষীদের সমস্যার কথা তুলে ধরে এক বিবৃতিতে শহিদুল ইসলাম কবির বলেন, পেঁয়াজ চাষীরা যখন পেঁয়াজ তোলা শুরু করেছে তখনই সরকার এলসির মাধ্যমে ভারতীয় পেঁয়াজ আমদানী করায় কৃষককে প্রতি বিঘা জমির পেঁয়াজ বিক্রয় করে ৫ থেকে ১০ হাজার টাকা লোকসান গুণছে। কৃষক যখন ফসল তোলা শুরু করে তখন সরকার যদি বিদেশ থেকে কৃষি পণ্য আমদানী বন্ধ রাখে তবে কৃষককে এ কারণে ক্ষতিগ্রস্ত হতে হয় না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ