বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আজ মাগরিব থেকে শবে বরাতের এবাদত বন্দেগী শুরু
বরিশাল ব্যুরো/ রাতভর নফল নামাজ আদায়, মিলাদ, পবিত্র কোরআন তেলাওয়াত এবং জিকিরসহ এবাদত বন্দেগীর মাধ্যমে বিশ্বওলী হযরত শাহ্সূফী খাজা ফরিদপুরী (কু:ছে:আ:) ছাহেবের দুদিনব্যাপী মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরীফ ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে পালিত হয়েছে। আজ মঙ্গলবার বিশ্বওলী ছাহেবের কবর যিয়ারত ও আখেরী মুনাজাতের মাধ্যমে ফাতেহা শরিফের কার্যক্রমের সমাপ্তির পরে সন্ধা থেকে পবিত্র শবে বরাতের কার্যক্রম শুরু হবে এ দরবার শরিফে।
প্রসঙ্গত বিশ্বওলী ছাহেব ২০০১ সালের ৩০ এপ্রিল, ১৭বৈশাখ দিবাগত রাত ১ টা ৩৫ মিনিট মোতাবেক ১ মে, ১৮ বৈশাখ ইন্তেকাল করেন । পবিত্র বেছালত (ওফাত) দিবস - ১ মে স্মরণে বিশ্ব জাকের মঞ্জিলে ২০০২ সাল থেকে প্রতিবছর এ মহাসন্মিলন অনুষ্ঠিত হয়। সোমবার মাগরিব নামাজ আদায়শেষে ২ রাকায়াত করে ৬ রাকায়াত নফল নামাজ আদায় ও বিশেষ মুনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ফাতেহা শরীফ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। তবে এর আগে রবিবার বাদ ফযর মূল টাওয়ারে আল্লাহু আকবার পতাকা উত্তোলন করা হয়।
শনিবার থেকে মানুষের ঢল শুরু হয় বিশ্ব জাকের মঞ্জিলে। সোমবার সকাল থেকে। বাস, লঞ্চ, ট্রলার ও অন্যান্য যানবাহনের অবিরাম কাফেলায় শোকতাপিত মানুষের মহাসমুদ্র তৈরী হয় বিশ্ব জাকের মঞ্জিলে।
দু‘দিনের দীপ্তিময় অনুষ্ঠানে ওয়াক্তিয়া নামাজ, নফল ইবাদত বন্দেগী, তেলাওয়াতে কালামে পাক, দফায় দফায় মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত, মোরাকাবা মোশাহেদা, জেকের আসকার, বিশ্ব নবীর(সা:) মহাসত্যাদর্শ এবং তা প্রতিষ্ঠায় বিশ্বওলী ছাহেবের অপরিসীম সাধনা আলোকপাত করে ওয়াজ নসিহত অনুষ্ঠিত হয়। বিশ্বওলী ছাহেবের আধ্যাত্মিক প্রতিনিধিদ্বয় পীরজাদা আলহাজ্জ খাজা মাহ্ফুযুল হক মুজাদ্দেদী ছাহেব ও পীরজাদা আলহাজ্জ খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেব সমবেতদের দফায় দফায় সাক্ষাত দান করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।