বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা শাহ আতাউল্লাহ বলেছেন, বাংলাদেশে শিল্প উন্নয়ন এবং শ্রমিকের কল্যাণ সাধনে মালিক-শ্রমিক সম্পর্ক উন্নয়নে ইসলামী শ্রমনীতির কোন বিকল্প নেই। বর্তমান বিশ্বের শ্রমনীতি ও অর্থনীতি প্রচলনের বহু পূর্বেই অর্থাৎ আজ থেকে দেড় হাজার বছর পূর্বে রাসূল (সঃ) বলেছেন, মালিক যা খাবে শ্রমিক তা খাবে, মালিক যা পরবেন শ্রমিক তা পরবেন এবং তিনি পরিষ্কার ঘোষণা করেছেন, শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তার পাওনা দিয়ে দাও। অথচ সাধারণ দিন মজুর, শ্রমিকরা আজ অবহেলিত ও বঞ্চিত ইসলামী হুকুমত না থাকায় এ দেশের শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।
গতকাল বিকালে রাজধানী ঢাকার কামরাঙ্গীরচরে জামিয়া নুরিয়া মাদরাসায় আয়োজিত এক আলোচনা সভায় প্রধাান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা হাবিবুল¬াহ মিয়াজী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মুফতি সুলতান মহিউদ্দিন, মাওলানা সানাউল্লাহ ও মুফতী ফখরুল ইসলাম প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।