Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নয় বছরের বিয়ে বাতিল করল বোম্বে হাইকোর্ট

শারীরিক সম্পর্ক না থাকার জের

| প্রকাশের সময় : ১ মে, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিয়ে টিকিয়ে রাখার ক্ষেত্রে স্বামী ও স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ, তা নিয়ে বিতর্ক নতুন করে উস্কে দিয়েছে বোম্বে হাইকোর্টের একটি রায়। মহারাষ্ট্রের কোলাপুরের এক দম্পতির দীর্ঘ ন’বছর আগে বিয়ে হলেও এই সময়ের মধ্যে তাদের মধ্যে শারীরিক সম্পর্কের কোনও প্রমাণ মেলেনি, এই যুক্তিতে তাদের বিয়ে খারিজ করে দিয়েছে আদালত। ওই বিয়ের ঠিক পরপরই স্ত্রী আদালতে এই মর্মে অভিযোগ জানিয়েছিলেন তাকে ধোঁকা দিয়ে ওই বিয়েতে রাজি করানো হয়েছে। তিনি বিয়ে ভেঙে দেওয়ার আবেদন জানালেও স্বামী তাতে রাজি হননি। মামলায় দীর্ঘ শুনানির পর মুম্বাই হাইকোর্ট বলেছে, যদিও ওই মহিলাকে প্রতারিত করা হয়েছে এমন কোনও প্রমাণ মেলেনি - তা সত্তে¡ও যেহেতু বিবাহিত জীবনে তাদের মধ্যে কোনও শারীরিক সম্পর্কও ঘটেনি তাই সেই বিয়েও অর্থহীন।
বিচারপতি মৃদুলা ভাটকর তার রায়ে বলেন, যে কোনও বিয়ের একটি অন্যতম প্রধান উপাদান হল স্বামী ও স্ত্রীর মধ্যে নিয়মিত শারীরিক সম্পর্ক। আর সেটা যদি অনুপস্থিত থাকে তাহলে বিয়ের একটা মূল উদ্দেশ্যই ব্যর্থ প্রতিপন্ন হয়।
নিয়মিত যদি না-ও হয়, অন্তত একবারের জন্যও স্বামী ও স্ত্রীর মধ্যে যৌন মিলন যে কোনও বিয়েকে বৈধতা দেয় বলেও বিচারপতি ভাটকর মন্তব্য করেন।
মামলার শুনানিতে স্বামী অবশ্য দাবি করেছিলেন তাদের মধ্যে শারীরিক সম্পর্ক ছিল - এমন কী তার ফলে তার স্ত্রী না কি একবার সন্তানসম্ভবাও হয়ে পড়েছিলেন।
কিন্তু সন্তানসম্ভবা স্ত্রীকে গায়নোকলজিস্টের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, বা তার প্রেগনেন্সি টেস্ট করানো হয়েছিল - এরকম কোনও প্রমাণ পেশ করতে না পারায় আদালতে সেই দাবি ধোপে টেকেনি। ফলে ২০০৯ সালে যে বিয়ে হয়েছিল, তাতে আজ অবধি একদিনের জন্যও কোনও শারীরিক সম্পর্ক না হওয়ায় সেই বিয়ের বিচ্ছেদ হওয়াই সমীচীন বলে মনে করেছে মুম্বাই হাইকোর্ট। সূত্র : টাইমস অব ইন্ডিয়া, বিবিসি।

পেইজ-১১
অসুস্থ সাংবাদিক সরকার আদম আলীকে
দেখতে গেলেন অ্যাড. সানাউল্লাহ মিয়া
মনোহরদী (নরসিংদী) উপজেলা সংবাদদাতা : গুরুত্বর অসুস্থ বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার ও নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি সরকার আদম আলীকে গত রোববার তার বাসভবনে দেখতে গেলেন বেগম খালেদা জিয়ার আইনজীবী, বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এড. সানাউল্লাহ মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন ভূইয়া ইরান, আজকের খোঁজখবর-পত্রিকার সম্পাদক মনজিল এ মিল্লাত, সময়ের মুক্তচিন্তা সম্পাদক জয়নুল আবেদীন, নরসিংদী সদর হাসপাতালের আরএমও ডা. সৈয়দ আমিরুল হক শামীম, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোস্তফা কামাল, নরসিংদী জেলা কাজী সমিতির সভাপতি মো: আলতাফ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিশ কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর ও নরসিংদী জেলা শাখার সভাপতি মাওলানা ইসমাইল নূরপুরী, সেক্রেটারী মাওলানা ইলিয়াছ শেরপুরী, খেলাফত মজলিশ রায়পুরা উপজেলা শাখার উপদেষ্টা মুফতি রশিদ আহমেদ, আবাবীল ইসলামী একাডেমীর প্রিন্সিপাল মাওলানা আবদুর নূর, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক আসাদুজ্জামান খোকা। তারা সরকার আদম আলীর চিকিৎসার খোঁজখবর নেন। ওনার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া ও রহমত কামনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাইকোর্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ